বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূস ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়।
শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, “আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পরিবর্তনের এই সময়ে গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “আমি আশাবাদী, আমাদের সম্পর্ক আরও গভীর হবে এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করব।”
এদিকে, এর আগে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron