

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও অগ্রগতির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানান এক প্রেস ব্রিফিংয়ে।
বৈঠক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী মোদি যখন বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন, তখন ড. ইউনূস তাকে জানান, প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে তিনি আরও উল্লেখ করেন, যদি অতিরিক্ত কিছু সাংবিধানিক বা প্রশাসনিক সংস্কার প্রয়োজন হয়, তবে সেগুলো সম্পন্ন করে ২০২৫ সালের জুনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে।
এ বৈঠকে আরও একটি স্পর্শকাতর বিষয়—প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ—নিয়ে কথাবার্তা হয়। যদিও ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ।