বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হচ্ছেন ইমরান হায়দার

print news
img

বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন ইমরান হায়দার। তিনি বর্তমান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হবেন। বিষয়টি গতকাল মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র নিশ্চিত করেছে।

ইমরান হায়দার বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিজ্ঞ কূটনীতিক ইমরান হায়দার ইতিপূর্বে বিভিন্ন দেশে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে, সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে চলতি বছরের মে মাসে তিনি হঠাৎ করে দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ত্যাগ করেন, যা ঘিরে কূটনৈতিক মহলে নানা গুঞ্জনের সৃষ্টি হয়।

বাংলাদেশ ছাড়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, সৈয়দ মারুফ ছুটি শেষে ঢাকায় ফেরত এসে পুনরায় দায়িত্ব পালন করবেন। তবে নতুন হাইকমিশনার নিয়োগের খবরে ধারণা করা হচ্ছে, তার স্থলাভিষিক্ত হিসেবে ইমরান হায়দারের নিয়োগ চূড়ান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *