আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটির আয়োজনে বিশ্ব ইজতেমা ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান ৩০ জানুয়ারি- বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়ছে।
শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের বিশ্ব ইজতেমা গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে দেশি-বিদেশি মুসলিম উম্মাহদের ইসলামি এই মহাসম্মেলনে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন। তারই ধারাবাহিকতায়,বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি আয়োজনে ও সার্বিক সহযোগিতায়, বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল বারী উপপরিচালক, ঔষধ প্রশাসন, গাজীপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সাঈদ আহমেদ সিদ্দিকী সভাপতি, বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল আলম ভূঁইয়া সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি। মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল সাধারণ সম্পাদক, হারবাল প্রডাক্ট কসমেটিক এড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।
মোঃ ফারুক হোসেন সহ-সভাপতি, হারবাল প্রডাক্ট কসমেটিক এন্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারাস এসোসিয়েশন অব বাংলাদেশ। হাকীম মোঃ আবুল কাশেম আজাদ সভাপতি, বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি, গাজীপুর জেলা। আলহাজ্ব হাকীম মোঃ আবদুর বর সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি। স্বাগত বক্তব্য হাকীম মোঃ রেজাউল করিম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান ড. সাঈদ আহমেদ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক নেপচুন ল্যাবরেটরীজ লিঃ। আলহাজ্ব মোঃ আবদুর রব, স্বত্বাধিকারী রাসনা ফার্মাসিউটিক্যালস (ইউনানী)। মোঃ ফারুক হোসেন, স্বত্বাধিকারী ক্রাউন ল্যাবরেটরীজ। মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল, ব্যবস্থাপনা পরিচালক ইবনে হায়সাম ল্যাবরেটরীজ লিঃ। মোঃ আনোয়ারুল আলম ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক ওরিয়েন্টাল ল্যাবরেটরীজ লিঃ। হাকীম মোঃ রেজাউল করিম, স্বত্বাধিকারী শিরিন ল্যাবরেটরীজ (ইউনানী)। মোঃ ফজলে বারী (কবির), স্বত্বাধিকারী হ্যাপি ল্যাবরেটরীজ। হাকীম মোঃ আবু ইউছুফ, ব্যবস্থাপনা পরিচালক আধুনিক ল্যাবরেটরীজ লিমিটেড। মোঃ আমিরুল ইসলাম খাঁন, পরিচালক ইটিল্যাব ইন্ডাষ্ট্রিজ (ইউনানী)। মোঃ রফিকুল ইসলাম ফকির, স্বত্বাধিকারী এ্যাডোরা ল্যাবরেটরীজ।
মোঃ মাহবুবুল আলম, স্বত্ত্বাধীকারী এম এস ল্যাবরেটরীজ (ইউনানী)। মোঃ সাখাওয়াত হোসেন, স্বত্বাধিকারী এস এস ল্যাবরেটরীজ (ইউনানী)। এ.বি.এম সিরাজুল হক, স্বত্বাধিকারী বেঙ্গল ল্যাবরেটরীজ। সাইফুল্লাহ আহমেদ, স্বত্বাধিকারী সান্ন্জ বাংলাদেশ (ইউনানী)। হাকীম মোঃ আশরাফুল ইসলাম লিটন, স্বত্বাধিকারী আশরাফুল ল্যাবরেটরীজ। ডাঃ মোঃ আব্দুস সাত্তার, স্বত্বাধিকারী ইউনিড্রাগ ল্যাবরেটরীজ। ডাঃ আব্দুর রশিদ, স্বত্বাধিকারী জেনিয়াল ইউনানী ল্যাবরেটরীজ। হাজী আতাউর রহমান, স্বত্বাধিকারী আল সাফা ল্যাবরেটরীজ (ইউনানী)। মোঃ জানে আলম চৌধুরী, স্বত্তাধিকারী হামজা ল্যাবরেটরীজ (ইউনানী)। মোঃ শহিদুল ইসলাম বিপ্লব, স্বত্ত্বাধিকারী বোটানিক ল্যাবরেটরীজ (ইউনানী)। মোহাম্মদ খলিলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ন্যাচার ফার্মাসিউটিক্যাল্স ইউনানী লিঃ। মোঃ আলিমউদ্দিন ফকির, ব্যাবস্থাপনা পরিচালক ম্যাবকো ল্যাবরেটরীজ ইউনানী লিঃ।
গোলাম মোস্তফা বকুল, স্বত্ত্বাধিকারী প্যারেন্ট ইউনানী ল্যাবরেটরীজ । বিশ্ব এস্তেমা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় দায়িত্বে থাকবেন ডাঃ হাকীম মোঃ মাহবুবুর রহমান সুজন যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি-কেন্দ্রীয় কমিটি। হাকীম মোঃ মিজানুর রহমান আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি-কেন্দ্রীয় কমিটি। হাকীম দলিল উদ্দিন কার্মানবাহী সদস্য, বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি-কেন্দ্রীয় কমিটি। ডাঃ হাকীম আমিনুল আরিফিন সভাপতি, বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি,ঢাকা মহানগর। হাকীম মোঃ শাহাদাত হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি-ঢাকা মহানগর। ডাঃ আনজুম ফসিউদ্দিন সরকার সহ-সভাপতি ,বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি, গাজীপুর জেলা । ডাঃ হাকীম মোঃ মাসুদ সহ-সাধারণ সম্পাদক,বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি, গাজীপুর জেলা । হাকীম সিরাজুল ইসলাম কার্যনির্বাহী সদস্য,বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি, গাজীপুর জেলা । হাকীম ইদ্রিস আলী কার্যনির্বাহী সদস্য,বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি, গাজীপুর জেলা । হাকীম নাজিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য,বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি, গাজীপুর জেলা । হাকীম বকুল (কিশোরগঞ্জ)। হাকীম সাজ্জাদুল হোসাইন শুভ (সাভার)।
ডাঃ আলাউদ্দিন (সিলেট)। ডাঃ নাজিম উদ্দিন (বোর্ড বাজার)। ডাঃ জসিম উদ্দিন (MBBS) সিলেট। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটির গাজীপুর জেলা শাখার সভাপতি হাকীম মোঃ আবুল কাশেম আজাদ, বক্তব্যে বলেন দেশ ও মানব কল্যাণে বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি সবসময় নিবেদিত। দেশের যে কোন দুর্যোগ ময় অবস্থায় সংগঠন সর্বোচ্চ সহযোগিতা করে আসছি এবং করব । ভবিষ্যতেও আরো এরকম মানবসেবার কাজে বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি জড়িত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তুবায়নে বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি, গাজীপুর জেলা সর্বত্র সহযোগিতা করে যাচ্ছে। বিশ্ব ইজতেমার ধর্মপ্রাণ মুসল্লিদের ফ্রি চিকিৎসা নেওয়ার আহবান জানান তিনি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron