-মোঃআশিকুর সরকার (রাব্বি)
-স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা ও পঞ্চম তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী জানুয়ারির প্রথমার্ধে হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ কবি সাহিত্যিক পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফেরদৌস আলম। তিনি নিউজ ডেস্ক কে জানায় বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের এই বিশাল আয়োজনে সারা বাংলার কবিদেরকে একত্রিত করে একই মেলন মেলায় তাদের প্রতিভাকে সামনে রেখে, বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ কর্তৃক তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবং উক্ত মিলন মেলায় সারা বাংলার কবিরা একত্রিত হন। প্রকাশ করেন তাদের কলমে লেখা মনের ভাষা। প্রতি বছরের ন্যায় এ বছরেও জানুয়ারির প্রথমার্থে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা ও সাহিত্যের এক মহামিলন উৎসব।
এ বিষয়ে মোঃ ফেরদৌস আলম জানায়, উক্ত মিলন মেলার সকল কার্যক্রম আমাদের শুরুর দিকে, বিশেষ করে সারা বাংলাদেশের কবিদেরকে একত্রিত করে তাদের জ্ঞান চর্চা ও ভাষা চর্চার দিক থেকে তাদের মনের কলমে লেখা কবিতার প্রতি ও কাব্যগ্রন্থের প্রতি সম্মান রেখে গুণীজনকে সম্মানিত করা হয় এই মিলন মেলায়। এবং ইতোমধ্যেই আমাদের সংগঠনের নেতৃবৃন্দরা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, আশা করছি আগামী জানুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবেৎবাংলাদেশ কবি সাহিত্যিক পরিষদের আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফেরদৌস আলম সকলের কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron