যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে তৃতীয় মাত্রার সতর্কতা জারি করেছে এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চতুর্থ মাত্রার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় এসব সতর্কতার কথা জানানো হয়। তৃতীয় মাত্রার সতর্কতা অর্থাৎ “Reconsider Travel” স্তরের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের কোনো দেশে ভ্রমণের আগে পরিস্থিতি ভালোভাবে পর্যালোচনা করার পরামর্শ দিয়ে থাকে, যা মূলত ভ্রমণ নিরুৎসাহিত করারই একটি রূপ।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন স্থানে আকস্মিক বিক্ষোভের ঘটনা ঘটছে, যেগুলো যেকোনো সময় সহিংস হয়ে উঠতে পারে। এজন্য মার্কিন নাগরিকদের সব ধরনের রাজনৈতিক সমাবেশ ও জনসমাগম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ছিনতাই, চুরি, অবৈধ মাদক কারবার এবং সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস কর্মীদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষভাবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বা চতুর্থ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে মাঝে মাঝে সাম্প্রদায়িক সহিংসতা, সন্ত্রাসবাদ, অপহরণসহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি দেখা দিচ্ছে। এসব অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে অপহরণ এবং বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডও ঘটছে। ফলে এসব এলাকায় ভ্রমণের জন্য বাংলাদেশ সরকারের জননিরাপত্তা বিভাগের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।
এই সতর্কতা বাংলাদেশে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগেরই প্রতিফলন। তবে বাংলাদেশ সরকার কীভাবে এই সতর্কতার জবাব দেবে কিংবা কূটনৈতিক পর্যায়ে কোনো ব্যাখ্যা দেবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron