গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন, কালিহাতী উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান গত ১৪ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের কন্ফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কালিহাতী উপজেলা শাখার সভাপতি শাহ আলম এবং পরিচালনা সংগঠনের সাধারন সম্পাদক আনন্দ মহন দত্ত।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কালিহাতী থানার ওসি তদন্ত মোঃশরিফুল ইসলাম শরিফ, ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ শাজাহান কবির,
কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস ও মীর আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সোহেল রানা।।
অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন,, সহ সভাপতি গোবিন্দ চন্দ সাহা, মিজানুর রহমান, শফিউর রহমান খান শাফি,মাসুদুর রহমান বালা, আব্দুল বারেক, শামীম প্রামাণিক, জাকির হোসেন জিন্নাহ, শফিকুল ইসলাম, রাশিদা খানম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানবাধিকার সংরক্ষণ শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নয়, এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। মানবিক মূল্যবোধ চর্চার মধ্য দিয়েই একটি সুস্থ সমাজ গড়ে ওঠে।”
বিশেষ অতিথি সায়েদা খানম লিজা বলেন, “জনগণের মৌলিক অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।”
অন্য বিশেষ অতিথি মোঃ শরিফুল ইসলাম শরিফ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় যেমন পুলিশের ভূমিকা আছে, তেমনি মানবাধিকার সচেতনতা সমাজে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
সভাপতি শাহ আলম বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে মানবাধিকার সুরক্ষা ও সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। উপজেলা শাখার নবগঠিত কমিটি সে লক্ষ্যেই কাজ করবে।”
পরে অতিথিবৃন্দ নতুন কমিটির সদস্যদের হাতে পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ
মোবাইলঃ ০১৭১২৭২০৭৮৭
তারিখঃ ১৪/০৯/২০২৫খ্রি.
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron