বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জয়ের বিকল্প নেই

print news
img

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ই একমাত্র বিকল্প বাংলাদেশের সামনে।

প্রথম ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ওপেনার লিটন দাসের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন, আর ইনজুরড পেসার তাসকিন আহমেদের বদলে দলে রয়েছেন হাসান মাহমুদ।

বাংলাদেশের একাদশে রয়েছেন মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কার একাদশে থাকছেন নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্ডো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *