গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালি বের করবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যালিটি বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। একই দিনে দেশের অন্যান্য মহানগরেও বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হবে।
বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীকে এই প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron