বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নন্দীগ্রাম উপজেলার কৃষকদলের লিফলেট বিতরণ

print news

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

igm


বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ত্রিহমুনি,গুলিয়া কৃষ্ণপুর,চৌহমুনি,সোনাকানিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশে বিএনপি’র ৩১ দফা দাবির বাস্তবায়নের জন্য নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন।

লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নন্দীগ্রাম উপজেলার কৃষকদলের সভাপতি ইসকেন্দার মির্জা মিঠু এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক বছর আগেই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

সে সময় উপস্থিত ছিলেনঃ নন্দীগ্রাম উপজেলার কৃষকদলের সভাপতি ইসকেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মুকুল, সাংগঠনিক সম্পাদক আঃ আহাদ রাজিব,
সকল ইউনিয়নের নেতাকর্মী আঃ সালাম, মোস্তফা, জাকারিয়া, আনিছুর, রনি,টিপু,সুলতান,জয়নাল,কাদের,এনামুল,জাকির দুলাল,রাজিব,মানিক প্রখমূ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *