

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, “শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে।” তিনি জানান, নারী আইনজীবীদের অবকাঠামোগত যে অসুবিধাগুলো রয়েছে, তা দূর করতেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনকালে প্রধান বিচারপতি এসব কথা বলেন। একইদিনে তিনি হাইকোর্ট বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ আদালতের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্টের মূল ভবন ও এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করে চালু করা হয়েছে স্বাস্থ্যসম্মত ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবান্ধব দুটি টয়লেট। এসব অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে আমার ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।” এ সময় আইনজীবীদের বিভিন্ন সমস্যা ও দাবির কথাও শোনেন তিনি এবং সেগুলোর সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা এবং স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন।
প্রধান বিচারপতি বলেন, “স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”