

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম। বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে বিসিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, মাহবুব আনামকে বিপিএলের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত মৌসুমে বিপিএলের চেয়ারম্যান ছিলেন ফারুক আহমেদ। তিনি একইসঙ্গে বিসিবির সভাপতির দায়িত্বও পালন করছিলেন। এবার তার জায়গায় মাহবুব আনাম দায়িত্ব নিচ্ছেন।
বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে আগের মতোই বহাল থাকছেন। এছাড়া পরিচালক ফাহিম সিনহা গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।