বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের (বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কোঅপারেশন) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহায়তা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছে।
শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতভাবে ‘ব্যাংকক ঘোষণা’ এবং ‘বিমসটেক ব্যাংকক ভিশন’ গ্রহণ করে, যা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের জন্য একটি কৌশলগত রোডম্যাপ নির্ধারণ করেছে।
সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক প্রাতঃরাশ বৈঠকে প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সম্মেলনে প্রধান উপদেষ্টা বিমসটেকের প্রতি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক, অংশীদারিত্বভিত্তিক ও ফলপ্রসূ বিমসটেক গঠনের আহ্বান জানান।
ড. ইউনূস বিমসটেক মুক্ত বাণিজ্য এলাকা (FTA) বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং আঞ্চলিক পরিবহন সংযোগ বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্ল্যান বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, রাখাইন রাজ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে মিয়ানমারকে সংলাপে সম্পৃক্ত করার পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের সহায়ক পরিবেশ তৈরিতে বিমসটেককে আরও দৃশ্যমান ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়াও তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সংরক্ষণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron