বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।
বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গঠিত আঞ্চলিক জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন ড. ইউনূস। এবারের সম্মেলনে বাংলাদেশের কাছে বিমসটেকের চেয়ারম্যানশিপ হস্তান্তর করবে থাইল্যান্ড।
ব্রিফিংয়ে জানানো হয়, নতুন চেয়ারম্যান হিসেবে ড. ইউনূস বিমসটেকভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং জোটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
রোহিঙ্গা সংকট বিমসটেকের আলোচনায় আসবে কি না, এ প্রশ্নের উত্তরে ড. খলিলুর রহমান জানান, এটি বিমসটেকের চার্টারের অন্তর্ভুক্ত নয়। তবে বাংলাদেশ এই ইস্যুতে বিভিন্ন দেশের সঙ্গে আলাপ চালিয়ে যাবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবারের সম্মেলনে ‘বিমসটেক ব্যাংকক ভিশন ২০৩০’ কৌশলপত্র গৃহীত হবে, যা সংস্থাটির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে। পাশাপাশি তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron