বিশ্ব ফুটবল মহাযুদ্ধে আর্জেন্টিনাকে হারিয়ে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ জিতল বাংলাদেশ!

print news
img

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক অর্জন! আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে হারিয়ে এক বিশেষ ‘বিশ্বকাপ’ জিতেছে বাংলাদেশ। তবে এটি কোনো মাঠের লড়াই নয়, বরং জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’-এর আয়োজিত ফেসবুক পোল টুর্নামেন্টের শিরোপা।

‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামের এই প্রতিযোগিতায় অংশ নেয় ৬৪টি দেশ। প্রতিটি রাউন্ডে দুটি দেশের জন্য আলাদা দুটি রিঅ্যাকশন বাটন (লাভ বা কেয়ার) নির্ধারণ করা হয়, যেখানে ফলোয়াররা তাদের সমর্থন জানান ভোট দিয়ে। বাংলাদেশ শুরু থেকেই দারুণভাবে প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে পৌঁছে যায়, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বাংলাদেশকে আটকানোর কোনো উপায়ই খুঁজে পায়নি আর্জেন্টিনা। ২১ ঘণ্টার ভোটিং শেষে ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, বাংলাদেশের পক্ষে ৯ লাখ ১৬ হাজার ভোট, যেখানে আর্জেন্টিনা পেয়েছে মাত্র ১৯ হাজার!

শুধু ফাইনাল নয়, চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দেয়। রাউন্ড অব সিক্সটিনে বাংলাদেশের সামনে ছিল আরেক ফুটবল পরাশক্তি ব্রাজিল, সেখানেও বিশাল ব্যবধানে জয় পায় লাল-সবুজের দল।

এই জয় প্রমাণ করে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের ভালোবাসা কতটা গভীর এবং তাদের সোশ্যাল মিডিয়া উপস্থিতি কতটা শক্তিশালী। মাঠের ফুটবলে এমন সাফল্য পেতে সময় লাগলেও অনলাইনে বিশ্বমঞ্চে বাংলাদেশ যে বড় শক্তি, তা আবারও প্রমাণিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *