চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক বিসিএস শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়কে অন্য বিভাগের সঙ্গে মার্জ করার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
রবিবার (১০ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ ইউনুস ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পিএসসি শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞানকে অন্যান্য বিভাগের সঙ্গে মার্জ করার সুপারিশ করেছে, যা তাদের মতে রাষ্ট্রবিজ্ঞানের স্বাতন্ত্র্য ও মর্যাদায় সরাসরি আঘাত।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আউয়াল বলেন,
“আমরা কোনো অন্যায় মেনে নেব না। রাজনীতি বিজ্ঞান একটি স্বতন্ত্র বিষয়, অন্য বিভাগের সঙ্গে মার্জ করলে আমাদের স্বাতন্ত্র্য নষ্ট হবে। আমরা কঠোর আন্দোলন চালিয়ে যাব।”
আরেক শিক্ষার্থী রবিউল হাসান শাফি বলেন,
“পিএসসি রাজনীতি বিজ্ঞান বিভাগের বরাদ্দকৃত সিটগুলো লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সঙ্গে ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছে, যা আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি। প্রত্যেক বিভাগ যেন স্বতন্ত্র ক্যাডার পায়।”
চবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন বলেন,
“সরকার চাইলে কলেজ পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক ও লোক প্রশাসন আলাদা ডিসিপ্লিন হিসেবে চালু করতে পারে। কিন্তু পলিটিক্যাল সায়েন্সের টিচিংয়ের জন্য অন্য বিভাগকে মার্জ করা উচিত নয়। বড় কলেজগুলোতে আলাদা বিভাগ চালু হওয়া সময়ের দাবি, কিন্তু বিসিএস ক্যাডারে মার্জ গ্রহণযোগ্য নয়।”
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron