মোঃ মেহেদী হাসান জনি
বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা
কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজার মেশিনটি বিকল করে দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক এবং বুড়িচং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে অবৈধ ড্রেজার পরিচালনার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে মেশিনটি অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর ব্যবহার করা না যায়।
ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন পরিবেশ, কৃষিজমি ও নদী-নালার জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম রোধে আমাদের অভিযান চলমান থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গোপনে এভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে কৃষিজমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, পাশাপাশি গ্রামের সড়কও ভেঙে যাচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।
সরকার বারবার সতর্ক করলেও অবৈধ ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, কৃষি জমি নষ্ট হয় এবং ভাঙন বৃদ্ধি পায়। তাই ড্রেজার ব্যবহার করে অবৈধ মাটি কাটায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron