মোঃ মেহেদী হাসান জনি
বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা
কুমিল্লার বুড়িচং উপজেলার মীরপুর এলাকা থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে গহীন বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি কালভার্টের নিচে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান এলাকাবাসী। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় যুবক আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে সাপটি ধরে বস্তাবন্দী করে নিজ বাড়িতে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে বন বিভাগের কালিকৃঞ্চনগর বিট কর্মকর্তা ইয়াজুল সাপটি উদ্ধার করে সীমান্ত সংলগ্ন একটি জঙ্গলে অবমুক্ত করেন।
বন কর্মকর্তা ইয়াজুল জানান, একজন যুবকের কাছ থেকে অজগরটি উদ্ধার করে আজ বিকেলে কালিকৃঞ্চনগর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron