
যশোরের বেনাপোল-শার্শা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৭ লাখ ৭০ হাজার টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার পরিচালিত এই অভিযানে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা বিদেশি মদ, ফেনসিডিল, কসমেটিকস, শাড়ি, কম্বল, কিসমিস, চকলেটসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য উদ্ধার করেন। এছাড়া একটি মোটরসাইকেল ও হেলমেটও জব্দ করা হয়, যা পাচার কাজে ব্যবহৃত হচ্ছিল।
আটক হওয়া যুবকের নাম লিটন হোসেন (৩৩)। তিনি যশোরের মণিরামপুর থানার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং আব্দুল ওয়াদুদ মোড়লের ছেলে।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোলের কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি এলাকায় টহল জোরদার করা হয় এবং এই অভিযানের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানি পণ্য আটক করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, “মোটরসাইকেলের ভেতর বিশেষ কৌশলে ফেনসিডিল লুকিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আটক লিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত পণ্য দ্রুত বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে।”
সীমান্তে বিজিবির এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান অধিনায়ক।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron