ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলাগুলোর ক্ষেত্রে গ্রেফতার প্রক্রিয়ায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। ৯ এপ্রিল (বুধবার) ডিএমপির ক্রাইম বিভাগে দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, এসব মামলায় এজাহারভুক্ত বা তদন্তে চিহ্নিত আসামিদের গ্রেফতারের আগে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে হবে এবং অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
আদেশে বলা হয়, এ ধরনের মামলায় সাধারণত আসামির সংখ্যা অনেক বেশি থাকে। সেজন্য গ্রেফতারের আগে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, ভিকটিম বা বাদীর বক্তব্য, ভিডিও বা অডিও ফুটেজ, স্থিরচিত্র এবং কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) ইত্যাদি প্রমাণ সংগ্রহ করা আবশ্যক।
সরাসরি গ্রেফতারের পরিবর্তে তদন্ত-নির্ভর তথ্য ও যথাযথ অনুমোদনের গুরুত্ব দিয়ে আদেশে আরও উল্লেখ করা হয়, উপযুক্ত প্রমাণ ও অনুমতি ছাড়া কোনো এজাহার নামীয় কিংবা তদন্তে পাওয়া আসামিকে গ্রেফতার না করতে অনুরোধ করা হচ্ছে।
ডিএমপির এই নির্দেশনা বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলাগুলোতে বিচারিক স্বচ্ছতা ও মানবাধিকার রক্ষায় প্রশাসনিক দায়িত্বশীলতা নিশ্চিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron