নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে দুপুরে দুর্জয়কে আদালতে হাজির করা হয় এবং মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বুধবার (২ জুলাই) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে দুর্জয়কে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের একটি কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron