

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় শিক্ষার্থী বহনকারী একটি ছোট নৌকা ডুবে গেলে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাগলা থানাধীন ১৫নং টাঙ্গাব ইউনিয়নের বাসিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো—কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ শাপলা (১৪), ইতেদায়ী শ্রেণির শিক্ষার্থী মোঃ আবির (৭) এবং শিশু শ্রেণির মোঃ জুবায়েদ (৬)। তারা সবাই স্থানীয় নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হয়ে মাদরাসায় যাচ্ছিল। বাসিয়া এলাকায় পৌঁছালে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। ৬ জন শিক্ষার্থী সাঁতরে তীরে উঠলেও বাকি তিনজন নিখোঁজ হয়।
খবর পেয়ে গফরগাঁও এবং কিশোরগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুরে মোছাঃ শাপলার মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছে বাকি দুই শিক্ষার্থী—আবির ও জুবায়েদ।
কিশোরগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার মোঃ আমিনুর রহমান জানান, “দুপুরে একজন ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিক্ষার্থীর সন্ধানে অভিযান চলছে।”
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, “নৌকা ডুবির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে সহায়তা করি। একজনের মরদেহ উদ্ধার হয়েছে, বাকিদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৩টা ১০ মিনিটে) একজনের মরদেহ উদ্ধার এবং দুইজন নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করেছে পাগলা থানা