মোঃ মেহেদী হাসান জনি
বুড়িচং বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীনভাবে পানি বোতলজাত ও বাজারজাত করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সাহেবাবাদ পশ্চিম পাড়ার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron