
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা নিগুয়ারী ইউনিয়ন নিগুয়ারি গ্রামে ভাড়াকৃত বিলের জমি দখলের পায়তারা ও হুমকি দেয় একই গ্রামের প্রতিবেশীরা ।
জানা যায়, নিগুয়ারি ইউনিয়ন নিগুয়ারি গ্রামে ঘুরামারা, হোজাইন, কুরহাইন, নহাদাইড় নামক বিলগুলোতে অবস্থিত জমির মালিকদের কাছ থেকে পাঁচ বছরের জন্য ভাড়া নেয় করিম শেখ।
ভাড়া নেওয়া জমিতে মৎস্য প্রকল্প নির্মাণ করার উদ্যোগ নিলে তারই প্রতিবেশী সাইদুর রহমান রতন, ইছাম উদ্দিন, মতি শেখ, রহিম শেখ, সারোয়ার, রাব্বি শেখ, সাইফুল ইসলাম শেখ বাধা প্রদান করেন। করিম শেখের সাথে ঝগড়া ও বিরোধের সৃষ্টি করে।
উক্ত বিষয়ে সামাজিক ভাবে অনেক বিচার সালিশ হইলেও তারা কোন সালিশ মানে না।
গত ১২/০২/২৫ ইং তারিখ তারা করিম শেখের জমি দখল করার জন্য জমিতে লাল নিশান গারিয়া জমি দখলের চেষ্টা করে, করিম শেখ বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে তাদের গন্ডগোলের আওয়াজ শুনে আসেপাশের লোকজন আসিলে করিম শেখকে হুমকি দিয়া চলিয়া যায়।
উক্ত বিষয়ে করিম শেখ পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন
পাগলা থানা অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।