ভারতের সংসদে সদ্য পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিল এবং দেশব্যাপী মুসলিমদের ওপর নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী ২৩ এপ্রিল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। সংগঠনের মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ও ইসলামি চিন্তাবিদ মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “হিন্দুত্ববাদী বিজেপি সরকার দীর্ঘদিন ধরে ভারতের মুসলমানদের বিরুদ্ধে সাংগঠনিক নিপীড়ন চালিয়ে আসছে। দখল, জবরদখল ও বুলডোজার নীতির মাধ্যমে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ও আবাসস্থল নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ ভারতের মুসলমানদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকারে সরাসরি হস্তক্ষেপ। এটি মূলত মুসলিম সমাজের সম্পত্তি আত্মসাৎ করার একটি রাষ্ট্রীয় বৈধতা প্রদানের আইন।”
মামুনুল হক বলেন, “এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের উচিত ভারত সরকারের মুসলিম নিধন, ধর্মীয় বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়া। বাংলাদেশ সরকারকেও নিরবতা ভেঙে কঠোর প্রতিবাদ জানাতে হবে। ভারতের ভুয়া সংখ্যালঘু নির্যাতনের প্রচারণা আমাদের দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।”
বৈঠকে তিনি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলা এক ভয়াবহ মানবিক বিপর্যয়। এই হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক মহল কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।”
একইসাথে তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে তার উচিত গাজা গণহত্যা বন্ধে একটি সুস্পষ্ট ও বলিষ্ঠ ভূমিকা নেওয়া।”
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আফজালুর রহমান, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কুরবান আলী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron