

ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের রফতানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশের জন্য দেওয়া এই সুবিধার ফলে ভারতের বিমানবন্দর ও বন্দরগুলোতে দীর্ঘ যানজট ও উচ্চ খরচ সৃষ্টি হচ্ছিল, যা ভারতের নিজস্ব রফতানি কার্যক্রমে বাধা হয়ে দাঁড়ায়। এই কারণেই ৮ এপ্রিল থেকে সুবিধাটি বাতিল করা হয়েছে।
এর আগে ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (CBIC) এক সার্কুলারে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে, ভারতীয় ভূখণ্ড হয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের পণ্য পরিবহনের ক্ষেত্রে এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না বলেও নিশ্চিত করেন জয়সওয়াল।
বিশ্লেষকরা মনে করছেন, বিশেষ করে পোশাক, জুতা ও গয়নার মতো খাতগুলোতে বাংলাদেশ ভারতের বড় প্রতিযোগী। তাই দেশটির রফতানিকারকরা দীর্ঘদিন ধরেই এই সুবিধা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।
তবে এই পদক্ষেপের ফলে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) নীতিমালার আওতায় প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন কিছু বিশেষজ্ঞ। WTO’র নিয়ম অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোকে একে অপরকে স্থলবেষ্টিত দেশে পণ্য পরিবহনের সুযোগ দিতে হয়।
সূত্র: দ্য স্টেটসম্যান, দ্য প্রিন্ট, ইন্ডিয়া টুডে