দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে ভারি (৪৪-৮৮ মিলিমিটার) এবং কোথাও কোথাও অতি ভারি (১৮৮ মিলিমিটার পর্যন্ত) বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারি বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অফিস। স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার—এই ১৫টি অঞ্চলে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই অবস্থায় ওই জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
আবহাওয়ার এমন অবস্থায় সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এবং পাহাড়ি অঞ্চলে বসবাসরতদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron