ভালুকায় ঘরোয়া কলহে মা/র্ডা/র, দেবর পলাতক

print news

জেলা প্রতিনিধি ময়মনসিংহ ||

img

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ড খারুয়ালি এলাকায় একটি মর্মান্তিক মা/র্ডা/র ঘটনা ঘটেছে। একই পরিবারের তিন সদস্যকে জ/বা/ই করে হত্যার ঘটনা ঘটেছে রোববার রাতে। নিহতরা হলেন — ময়না বেগম (২৫), তাঁর মেয়ে রাইসা বেগম (৭) ও ছেলে নিরব (২)। পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, হত্যার পেছনে আততায়ীর চরিত্রে আছে নিহত ময়নার দেবর নজরুল ইসলাম, যিনি এখনও পলাতক রয়েছেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে রফিকুল ইসলাম ও তাঁর ছোট ভাই নজরুল ইসলাম খারুয়ালি এলাকার ফাইয়ুম মিয়ার একটি দুই রুম বিশিষ্ট বাসা ভাড়া নিয়ে থাকতেন। রফিকুল ইসলাম কাঠালি এলাকার রাসেল মিল নামে একটি মিলের কর্মচারী ছিলেন, আর নজরুল ইসলাম অটোরিক্সা চালাতেন।

রোববার রাতে রাত আটটার দিকে রফিকুল ইসলাম কর্মস্থলে যান। পরদিন সকালে ডিউটি শেষে বাসায় ফিরে দেখেন তাদের বাসার বারান্দার গেটে তালা লাগানো। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি বাসার মালিক ও তার স্ত্রীকে ডেকে আনেন। পরে বারান্দার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে ময়না বেগম, রাইসা ও নিরবকে জ/বা/ই করে হত্যা করা হয়েছে দেখতে পান। নিহতদের লাশ খাটের ওপর পড়ে ছিল।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা/র্ডা/র ব্যবহৃত দা ও রক্তমাখা বিছানার চাদর উদ্ধার করেছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় এবং পুলিশ ও স্থানীয়রা এই বিষয়ে কিছু বলতে পারছেন না। রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের সন্তু মিয়ারের ছেলে।

এ বিষয়ে তদন্ত চলছে এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *