ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি ।।
ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তোফাজ্জল হোসেন হত্যার ঘটনায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৪৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) ভালুকা মডেল থানায় শরিফ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন, কারণ নিহতের পরিবার মামলা করতে অস্বীকৃতি জানায়।
নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তিনি ভালুকার জৈনাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট সন্ধ্যায় মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার একটি বৈষম্যবিরোধী মিছিলে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের কর্মীরা এ হামলায় জড়িত ছিল এবং তারা তোফাজ্জল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
এজাহারে বলা হয়, মিছিলটি জৈনাবাজার থেকে মাস্টারবাড়ি পৌঁছালে সন্ধ্যা ৬টার দিকে হামলা শুরু হয়। হামলার পর মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে তোফাজ্জল হোসেনকে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীপুর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রায় সাত মাস পর এই হত্যা মামলা দায়ের করা হয়। এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান বলেন, ‘তোফাজ্জল হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron