মো:শাহরিয়া স্টাফ রিপোর্টার
ভূমধ্যসাগরের ভয়াল স্রোতে আবারও করুণ ট্র্যাজেডি। জার্মান এনজিও রেসকিউশিপ-এর উদ্ধার জাহাজ নাদির শনিবার (২৩ আগস্ট) মধ্যরাতে আংশিকভাবে ডুবে যাওয়া এক রাবারের নৌকা থেকে ৬৫ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ২৬ আগস্ট রাতে। তবে প্রাণ হারিয়েছে তিন বোন, যাদের বয়স ৯, ১১ ও ১৭ বছর।
এনজিও সূত্রে জানা গেছে, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। দীর্ঘ সময় সমুদ্রে ভাসমান অবস্থায় পানি ঢুকে নৌকাটি ডুবে যেতে শুরু করে। উদ্ধারকালে তিনজন বোনের মৃতদেহ নৌকার তলায় পাওয়া যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে শিশু, নারী এবং অন্তঃসত্ত্বা নারীও রয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ বলে জানানো হয়েছে।
উদ্ধারকারীদের মতে, অনেকের শরীরে পানিশূন্যতা, হাইপোথার্মিয়া ও ক্লান্তির চিহ্ন ছিল। দ্রুত চিকিৎসার জন্য তাদের ইতালির লাম্পেদুসা দ্বীপে পাঠানো হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পার হওয়ার পথে ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ রয়েছে। চলতি বছরই এ পর্যন্ত প্রায় ২ হাজার অভিবাসী সাগরে প্রাণ হারিয়েছে।
বেশিরভাগ অভিবাসী সুদান, এরিত্রিয়া ও সোমালিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত বা দারিদ্র্যপীড়িত দেশ থেকে ইউরোপে পৌঁছানোর জন্য ঝুঁকিপূর্ণ এই সমুদ্রপথ বেছে নেয়।
রেসকিউশিপ জানিয়েছে, সমুদ্রে অনিয়মিত অভিবাসীদের বিপদ দিন দিন বাড়ছে। বড় ঝুঁকি ও জীবনহানির আশঙ্কা থাকা সত্ত্বেও অনেকেই সাগরপথে পাড়ি জমাচ্ছেন। সংস্থাটি জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা ও নিরাপদ অভিবাসন ব্যবস্থার দাবি জানিয়েছে।
ভূমধ্যসাগরে আংশিকভাবে ডুবে যাওয়া রাবারের নৌকার দৃশ্য। ছবিটি সরবরাহ করেছে অভিবাসী উদ্ধারে জড়িত এনজিও রেসকিউশিপ।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron