ভোটের দাবিতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচি ঘোষণা

print news
img

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ভোটের দাবিতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গসহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে ‘তারুণ্যের সমাবেশ’ শিরোনামে এ কর্মসূচি প্রকাশ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর অঞ্চলে ভাগ করে এই সমন্বিত কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রত্যেক অঞ্চলে দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। প্রথম দিন থাকবে সেমিনার—‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’। দ্বিতীয় দিনে হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। সেমিনারে তরুণ চিন্তাবিদ, শিক্ষার্থী ও উদ্যোক্তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করবেন।

এই কর্মসূচির চারটি ধাপের সূচি হলো:

  • চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ:
    ৯–১০ মে ২০২৫ | সেমিনার: কর্মসংস্থান ও শিল্পায়ন | সমাবেশ: তারুণ্যের অধিকার
  • খুলনা ও বরিশাল বিভাগ:
    ১৬–১৭ মে ২০২৫ | সেমিনার: শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার | সমাবেশ: তারুণ্যের অধিকার
  • রাজশাহী ও রংপুর বিভাগ:
    ২৩–২৪ মে ২০২৫ | সেমিনার: কৃষি, পরিবেশ ও নগর সমস্যা | সমাবেশ: তারুণ্যের অধিকার
  • ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ:
    ২৭–২৮ মে ২০২৫ | সমাপনী কর্মসূচি

সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণদের সরব উপস্থিতি ও অংশগ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমঅধিকারের বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *