মধুপুরের সাংবাদিক বাবুল রানা আর নেই, জানাজায় হাজারো মানুষের উপস্থিতি

print news

মোঃহাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল)

Img

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রাজধানী টিভির মধুপুর প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক বাবুল রানা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে প্রথমে তাঁকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বুধবার সকাল ১০ঃ০০ ঘটিকায় তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার, মোঃজুবায়ের হোসেন,
আরো উপস্থিত ছিলেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ, ইমরানুল করিম,
আরো উপস্থিত ছিলেন, সকল রাজনীতির সিনিয়র নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি,বেসরকারি, সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।সকলে মিলে তাহার রুহের মাগফেরাতের জন্য মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *