ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহের পরিদর্শক মাহবুবুল ইসলাম, মো. রুকন মিয়া, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা।
জানা গেছে, অভিযানে মেসার্স সোনালী জিগজাগ, মেসার্স আর এ এইচ ব্রিকস ও মেসার্স এস বি এম ব্রিক্স নামক তিনটি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এসব ইটভাটার মালিকদের প্রত্যেকে ৬ লাখ টাকা করে জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর, মোট জরিমানা পরিমাণ ১৮ লাখ টাকা। এ ছাড়া, ইটভাটাগুলো আংশিক ভেঙে বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron