ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি’র সমাবেশ

print news

img

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির ঘোষিত অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি’র সমাবেশে অনুষ্ঠিত হয় ।

.( ২০ ফেব্রুয়ারী ) বৃহস্পতিবার ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বক্তব্যে বলেছেন, এই সরকার নির্বাচনের নামে টালবাহানা করছে। পালিয়ে যাওয়া সরকারের প্রেতাত্মাদের মুখোমুখি এই সরকার। সংস্কারের নামে ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না। তাই অবিলম্বে অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

মিন্টু বলেন, আমরা চাই না, আপনারা (অন্তর্বর্তী সরকার) ব্যর্থ হোন। কিন্তু এখন পর্যন্ত আপনারা ব্যর্থতার পরিবর্তে সফল হবেন, এমন কোনো নমুনা দেখছি না। আমাদের সমর্থনে সরকার গঠন করে দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবেন, দেশের মানুষের অধিকার নিয়ে আবার ষড়যন্ত্র করবেন, সেটা বিএনপি কখনো মেনে নেবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মিন্টু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের ধন-সম্পদ লুন্ঠন করেছে। সব ধরনের অধিকার হরণ করেছে। আর বিএনপি উদার দল। এই দল জনগণের অধিকার ফেরত দিয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বৈরাচারের কবল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। ‘৯০ সালে একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। সংগঠনের সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, নির্বাহী সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সদস্যসচিব মোতাহার হোসেন তালুকদার । ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোরশেদ, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাকির আহমেদ ।

এছাড়াও ময়মনসিংহ মহানগর , উত্তর ও দক্ষিন জেলা আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে সমাবেশে অংশ গ্রহন করেন, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবি সিদ্দিকুর রহমান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান, গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের আহবায়ক সরদার মো.খুররম, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ-সভাপতি মাহিবুর রহমান নাসিম ।

পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ড. মোফাখখারুল ইসলাম রানা, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাচ্চু, সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আল ফাত্তাহ খান, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *