ময়মনসিংহ র‍্যব১৪ ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ

print news

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

img

ময়মনসিংহ সদর কোম্পানী, র‌্যাব-১৪, এবং সহকারী কমিশনার ও এক্সিকিউট ম্যাজিষ্ট্রেট ময়মসিংহ কর্তৃক যৌথ অভিযানে ১০,০০০/- টাকা জরিমানা আদায় করত সর্বমোট ৫৪৪৬ কেজী পলিথিন জব্দ করা হয়।

গত ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. ১৭:৪০ ঘটিকা হতে ২২:৪৫ ঘটিকা পর্যন্ত সদর কোম্পানী, র‌্যাব-১৪, ময়মসিংহ এর আভিযানিক দল স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত, উপ-অধিনায়ক র‌্যাব-১৪ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ জনাব মোঃ জাকারিয়া হোসেনগনদের নেতৃত্বে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন মেছুয়া বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬(ক)/১৫(১) ধারায় পরিবেশ বিরোধী পলিথিন মজুদ করে বিক্রয় করায় শুকরিয়া এন্টারপ্রাইজকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আদায় করতঃ ৫২০ (পাঁচশত বিশ) কেজি পলিথিন, শুকরিয়া এন্টারপ্রাইজ গোডাউন হতে ২৫৫৮ (দুই হাজার পাঁচশত আটান্ন) কেজি পলিথিন, ফারুকের গোডাউন হতে-১০৩৯ (এক হাজার উনচল্লিশ) কেজি পলিথিন এবং বিআরবি ক্লথ প্রতিষ্ঠান হতে-১৩২৯ (এক হাজার তিনশত উনত্রিশ) কেজি পলিথিন সহ সর্বমোট ৫,৪৪৬ (পাঁচ হাজার চারশত ছেচল্লিশ) কেজী পলিথিন জব্দ করা হয়।

জনগনের কল্যাণের স্বার্থে র‌্যাবের এমন জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *