

নিজস্ব প্রতিবেদক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ট্র্যাজেডির ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজবের প্রেক্ষাপটে অবস্থান স্পষ্ট করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানিয়েছেন, ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী ‘সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতির’ সঙ্গে কাজ করেছে।
গতকাল এক বিবৃতিতে গণমাধ্যমকে তিনি জানান, “ঘটনার পর কোনো পূর্বনির্দেশনা ছাড়াই সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপনের ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। আমি নিজে এবং আইএসপিআর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।”
তিনি আরও বলেন, “আইএসপিআরের পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই—গণমাধ্যম চাইলে তারা এ বিষয়ে স্বাধীনভাবে তদন্ত করতে পারে। আমরা সংশ্লিষ্ট যেকোনো স্থান বা দপ্তর পরিদর্শনে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। কোনো প্রশ্ন থাকলে তা জানালে আমাদের পক্ষ থেকে পূর্ণ সহায়তা দেওয়া হবে।”
আইএসপিআর পরিচালক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “সম্প্রতি দেখা যাচ্ছে, ঘটনাটি ঘিরে নানা ভ্রান্ত তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। অনেকে না বুঝে এসব গুজবে আস্থা রাখছেন, যা মোটেই কাম্য নয়।”
তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য এড়িয়ে চলার আহ্বান জানান এবং সত্য যাচাই করে মত প্রকাশে সচেতনতা কামনা করেন।