

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শহীদ মিনার সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি মৌসুমী আক্তার মৌ-এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থীবেলারেত হোসেন, তপু বর্মন, লিমন হোসেন এবং ছাত্রফ্রন্ট মহানগর শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা।
বক্তারা বলেন, “মাইলস্টোনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের প্রতি আমাদের সমবেদনা রইল।” তাঁরা দাবি জানান, আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
এছাড়াও বক্তারা বলেন, পুরনো ও ত্রুটিপূর্ণ বিমান ব্যবহারের অবসান ঘটাতে হবে এবং বিমানবাহিনীকে আধুনিকায়নের পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ না দিয়ে নিরাপদ ও খোলা এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জোর দাবি জানান তারা।
এই মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরকারের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।