

নিজস্ব প্রতিবেদক,
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়ার পরিবারের সঙ্গে দেখা করতে এবং সমাধিতে শ্রদ্ধা জানাতে কুমিল্লার দেবিদ্বারে তার বাড়িতে পৌঁছেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দল।
রবিবার (২৭ জুলাই) দুপুরে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ গ্রামে আসেন বিমান বাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে মাহতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
উইং কমান্ডার আতিক হাসান বলেন, “আমরা শোকাহত। দেশের এই ক্ষতিকে কেউ পূরণ করতে পারবে না। যারা আহত হয়েছেন, তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক—এ কামনা করি।”
তদন্ত চলছে, জানাবে আইএসপিআর
মাইলস্টোন ট্রাজেডির তদন্ত সম্পর্কে তিনি বলেন, “তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। নিহত ও আহতদের পরিবারকে সহায়তা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) সময়মতো জানাবে।”
“আমি চাই আমার ছেলেকে শহীদের মর্যাদা দেওয়া হোক”
নিহত মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, “সারাদেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে—আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি চাই, আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায়।”
ট্রাজেডির পটভূমি
গত ২১ জুলাই, ছুটির আগে হঠাৎ মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া গুরুতর আহত হয়—তার শরীরের প্রায় ৭৫ শতাংশ দগ্ধ হয়।
পরে সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করে। ২৪ জুলাই বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই রাতেই তাকে চুলাশ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।