

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে শোক র্যালি করেছে জামালপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বুধবার দুপুরে শহরের ফৌজদারি মোড় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আটটি বিভাগের শিক্ষার্থীরা শোক র্যালিটি বের করেন।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। সমাপনী সমাবেশে বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শহিদুর রহমান খান, ট্রেজারার অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক, রেজিস্ট্রার মুহাম্মদ গোলাম মওলা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রইস উদ্দিন এবং প্রক্টর মিনহাজ উদ্দিন।
বক্তারা বলেন, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় পুরো জাতি শোকাহত ও স্তব্ধ। শিশুদের আহাজারি, ঝলসে যাওয়া শরীর আর অকালে ঝরে যাওয়া প্রাণের এই দৃশ্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তাঁরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সরকারের কাছে আহ্বান জানান, আহতদের উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা যেন দ্রুত ও কার্যকরভাবে নিশ্চিত করা হয়।