মাইলস্টোন দুর্ঘটনা ও সচিবালয় বিক্ষোভে সরকারের ভূমিকার প্রতিবাদে প্রতীকী ওয়াকআউট করলো বাম দলগুলো

print news
img

জাতীয় ঐকমত্য কমিশনের চলমান রাজনৈতিক সংলাপের ১৮তম দিনে অংশ নিয়েই প্রতীকী ওয়াকআউট করেছে বাংলাদেশের তিনটি বামপন্থী রাজনৈতিক দল—কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ ও বাংলাদেশ জাসদ। বুধবার সকালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা এবং সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে সরকারের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানাতে ১০ মিনিটের জন্য তারা সভা থেকে বেরিয়ে যায়।

ওয়াকআউট শেষে সভায় ফিরে দলগুলোর প্রতিনিধিরা অভিযোগ করেন, মাইলস্টোন দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের জন্য সরকার কোনো যথাযথ ও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। সেই সঙ্গে সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর ‘দমনমূলক আচরণ’-এরও তীব্র নিন্দা জানান তারা।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ প্রতীকী ওয়াকআউটকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে স্বাগত জানান। তিনি বলেন, “এটা রাজনৈতিক অধিকার, এবং আমরা আশা করি সরকার বাম দলগুলোর উদ্বেগকে গুরুত্বসহকারে বিবেচনা করবে।”

আজকের সংলাপে নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনায় বসে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল। সংলাপের এই অধিবেশনে কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. আইয়ুব মিয়াও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *