অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে স্থানীয় জামাল নামে এক ব্যক্তির বাড়িতে নির্মাণ কাজ চলাকালীন ছাদ থেকে পরে শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এঘটনা ঘটে।
তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ,ঘটনাটি স্বাভাবিক নয়। পূর্ববিরোধের জেরে এক শ্রমিক আরের শ্রমিককে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে শ্রীনদী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিখিত অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron