মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষসোমবার আসামিপক্ষের বক্তব্য শুনবে ট্রাইব্যুনাল

print news
img

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি সাবেক এই তিন শীর্ষ রাষ্ট্রীয় কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনেন। প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগপত্রের মোট দৈর্ঘ্য ৮,৭৪৭ পৃষ্ঠা। যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দ তালিকা ও অন্যান্য দালিলিক প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা ২,৭২৪ পৃষ্ঠার। সাক্ষী হিসেবে থাকছেন ৮১ জন।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন সময় চেয়ে আবেদন করলে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার (৭ জুলাই) দিন ধার্য করেন।

অন্যদিকে, সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।

ট্রাইব্যুনাল বলেছে, আগামী শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। এরপর আদালত অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *