মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি ৮৫ বছর বয়সে সোমবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। দেশের মেডিকেল কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। রাজধানী কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে, পোস্টে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
জাতীয় হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, রোববার শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়, যেখানে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।
আব্দুল্লাহ আহমাদ বাদাবি ২০০৩ সালে মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সরকারের সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়। এছাড়া, তিনি অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে মধ্যপন্থি ইসলামের সমর্থক ছিলেন। তবে, জ্বালানি ভর্তুকি পর্যালোচনার পর দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের তীব্র সমালোচনার সম্মুখীন হন। ২০০৯ সালে নির্বাচনের বছর খানেক পর তিনি পদত্যাগ করেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron