মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি মাসুদ সাঈদীর, মেঘনা গ্রুপ বয়কটের আহ্বান

print news
img

পিরোজপুরে এক মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ আসনের প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

শুক্রবার পিরোজপুর টাউন ক্লাবের সামনে আয়োজিত আমার দেশ পাঠক মেলার মানববন্ধনে অংশ নিয়ে তিনি বলেন, “যদি এই ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে দেশপ্রেমিক জনগণ মেঘনা গ্রুপের সব ধরনের পণ্য বর্জন করবে।”

তিনি আরও অভিযোগ করেন, মেঘনা গ্রুপ সরকার ও ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে এবং দেশ থেকে বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। “মেঘনা গ্রুপ খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছে,” বলেন তিনি।

তিনি স্মরণ করেন, ঢাকায় গণজাগরণ মঞ্চ গঠনের সময় মাহমুদুর রহমান তার পত্রিকায় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, যার জেরেই তার ওপর হয়রানি ও মামলা হয়। মাহমুদুর রহমানকে ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠস্বর’ বলেও উল্লেখ করেন তিনি।

এ মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “দেশে যারা সত্যের পক্ষে কথা বলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মাহমুদুর রহমানের পাশে দাঁড়ানো এখন জাতীয় দায়িত্ব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, বিএনপির সদস্যসচিব লাভলু গাজী, পৌর জামায়াতের আমির মাওলানা ইসহাক আলী এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *