

নিজস্ব প্রতিবেদক
বিমান বিধ্বস্ত হয়ে আগুন লাগার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে এগিয়ে আসা সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর আত্মত্যাগ আন্তর্জাতিক পর্যায়েও শ্রদ্ধা ও প্রশংসা কুড়িয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম তাঁর সাহসিকতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন এবং বাংলাদেশের জনগণের প্রতি শোক ও সংহতি প্রকাশ করেছেন।
গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, “ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছে শতাধিক মানুষ।”
তিনি আরও বলেন, “হতাহতদের মধ্যে ছিলেন একজন শিক্ষিকা মাহেরীন চৌধুরী, যিনি ধোঁয়া ও আগুনের মধ্যেও ভয় না পেয়ে তাঁর শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে প্রাণপণ চেষ্টা করেন। তাঁর অসীম সাহস আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে। তাঁর আত্মত্যাগ ভোলার নয়।”
শোকবার্তায় তিনি জানান, “বাংলাদেশে আমাদের ভাইবোনদের প্রতি মালয়েশিয়ার পক্ষ থেকে সংহতি জানাতে আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠাব। আমরা এই শোকের সময় আপনাদের পাশে আছি। প্রতিটি হারিয়ে যাওয়া প্রাণ এবং পরিবারগুলোর জন্য আমরা গভীরভাবে শোকাহত।”
প্রসঙ্গত, মাহেরীন চৌধুরী নিজের জীবন উৎসর্গ করে যেভাবে শিক্ষার্থীদের বাঁচাতে এগিয়ে যান, তা ইতোমধ্যে দেশের মানুষের হৃদয় জয় করেছে। এবার তাঁর এই আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হলো।