ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশ করেছে। গত শুক্রবার বিকেলে স্থানীয় ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, পাগলা থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সাবেক আমির রফিকুল ইসলাম বিএসসি, প্রিন্সিপাল মাওলানা আবু তালেব, উলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, পৌর শাখা জামায়াতের সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীমসহ গফরগাঁও উপজেলা ও পাগলা থানার শত শত নেতাকর্মী। সমাবেশে বক্তারা সকল ধর্মপ্রাণ মুসলমানকে রমজান মাসের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয়তা রাখতে সকলের প্রতি আহবান জানান।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron