মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যায় বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

print news
img

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯)–কে নৃশংসভাবে হত্যার ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ রবিবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার (১৪ জুলাই) শুনানি হতে পারে বলে জানা গেছে।

এদিকে এ মামলায় গতকাল শনিবার টিটন গাজী নামের এক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াস। একই ঘটনায় পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় রবিন নামের অপর এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে ১০ জুলাই আদালত হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিনের এবং অস্ত্র মামলায় রবিনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করে।

প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ও মাথায় পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশ অস্ত্র আইনে পৃথক একটি মামলাও দায়ের করেছে। তদন্তে হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজি ও স্থানীয় সন্ত্রাসীদের সম্পৃক্ততার বিষয় উঠে এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *