

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আমরা ইতোমধ্যে গ্রেফতার করেছি। মামলার ছায়া তদন্ত চলছে, বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। তবে বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় চাঁদাবাজি বা ব্যবসায়িক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। র্যাব ডিজি আরও বলেন, “অপরাধীর পরিচয় আমাদের কাছে অপরাধী হিসেবেই বিবেচিত হয়। সে যত বড় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুক কিংবা যতটা প্রভাবশালী হোক, কোনো ধরনের ছাড় নেই।”
৫ আগস্টের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “আমাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযানের ফলে পরিস্থিতি অনেকটাই গুছিয়ে এনেছি। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে একটি সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারবো বলেই আশা করছি।”
এ ঘটনায় মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকা এবং আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।