

রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১২ জুলাই) ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনের সময় তিনি বলেন, “বিচার প্রক্রিয়ার ধীরগতি আইনশৃঙ্খলা বাহিনীর দায় নয়। সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই।”
এদিকে, মামলার ৯ নম্বর আসামি টিটন গাজীকে শুক্রবার রাতের অভিযানে গ্রেফতার করা হয়। এর আগে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন। মোট পাঁচজন আসামি গ্রেফতার হলেন এ পর্যন্ত।
ঘটনাটি ঘটেছিল গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে, যখন সোহাগকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই হত্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক জনআন্দোলন সৃষ্টি হয়।