মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষিতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মিয়ানমারের রাজধানী নেপিডোতে জুবু থিরি টাউনশিপ এবং নেপিডো এলাকার কয়েকটি বিল্ডিংয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এই অভিযানে মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগ সর্বাত্মক সহায়তা প্রদান করছে। পাশাপাশি, উদ্ধারকারী দলের জন্য খাদ্য ও পানি সরবরাহ করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মিয়ানমারের স্থানীয় লোকজন।
এদিকে, বাংলাদেশের চিকিৎসা দলটি বালা থেইড্ডি নামক এলাকায় নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট একটি সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এরপরই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় সশস্ত্র বাহিনীর মাধ্যমে গত ৩০ মার্চ এবং ১ এপ্রিল মিয়ানমারে সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম প্রেরণ করা হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron